MontuAli

Call

আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন :যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? সমান নয় ভালো ও মন্দ। জওয়াবে তা-ই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সঙ্গে যে ব্যক্তির শত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু (হা-মীম-সিজদাহ :৩৩, ৩৪)। 

যারা ইসলামের পথে দাওয়াত দেয় তারা জন্য নিঃসন্দেহে আখিরাতে জান্নাত লাভ করবে।

[বি.দ্র. ধোকা, ছলচাতুরী বা জোর প্রয়োগের মাধ্যমে কাউকে ধর্মান্তরিত করা দাওয়াত এর অন্তর্গত নয়।আবার শুধু কলেমা পড়লেই কেউ মুসলিম হয়ে যায় না।ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর ঈমান আনতে হয়।আবার,যে বিষয় আপনি নিজে মানতে পারেন না সে বিষয়ে অন্যকে দাওয়াত দেওয়াও ঠিক হবে না।]


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ