হেয়ার জেল ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারনত পারফিউম গুলিতে বিভিন্ন এ্যালকোহল ব্যবহার করার জন্য বলা হয় সেটা ব্যবহার করা পোশাক পড়ে নামাজ হয়না। কিন্তু চুলের জেলের ক্ষেত্রে দেখা যায় এটিতে মূলত পানি আর পলিইলেক্ট্রোলাইট পলিমার ব্যবহার করা হয় আর এর সাথে যোগ করা হয় বিভিন্ন ফ্লেভার আর চকচকে ভাব আনার জন্য গ্লিস্টার বা শায়নার। এগুলির কোনটাই হারাম না। তবে ফ্লেভার বা বিভিন্ন সুগন্ধী তৈরির জন্য কিছু কিছু দামী জেলে এ্যালকোহলীক উপাদান ব্যবহার করা হয়। যেগুলি বাইরের দেশের। তবে সাধারনভাবে জেলে এমন কোন উপাদান থাকেনা যেটার জন্য পারফিউমের মত নামাজ হবেনা। এর মূল উপাদানগুলিতে কোন এ্যালকোহল নেই। অর্থাৎ নামাজ অবশ্যই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ