শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

দুই হাতে ৫টি করে মোট ১০টি আঙুল থাকে। প্রথম আঙ্গুলটিকে বলে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি। ইংরেজিতে বলে থাম্ব।দুই নম্বর আঙ্গুল তর্জনি। পরের আঙ্গুলটার নাম মিডল ফিঙ্গার বা মধ্যমা। এটি পাঁচ আঙ্গুলের মধ্যে তিন নম্বর, মানে মাঝের আঙ্গুল। চার নম্বর আঙ্গুলটিকে অনামিকা বা রিঙ ফিংগার বলে। পাঁচ নম্বর আঙ্গুলটি, মানে হাতের একদম ছোট্ট আঙ্গুলটির নাম কনিষ্ঠা। পায়েও একইভাবে ৫ আঙুল থাকে এবং এদেরকেও একই নামে চিহ্নিত করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ