RushaIslam

Call

ক্রিম ব্যবহার করলেই দাগ চলে যাবে একথা পুরোপুরিভাবে ভুল। আপনি লিখেছেন আপনার এলার্জি,তাহলে ক্রিম ব্যবহার করলে আপনার এই এলার্জি গুলি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। আপনি এলার্জির দাগ দূর করার জন্য  আলুর রস এবং এলোভেরার জেল একত্রে করে স্কিনে ব্যবহার করুন প্রতিদিন দুইবার। সব থেকে ভাল ফল পাবেন। এছাড়া দাগের জায়গায় তুলো দিয়ে মধু ব্যবহার করলেও ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আলু ও শসার মিশ্রন

কয়েক টুকরা শসা এবং আলু নিন। ঠাণ্ডা পানিতে এগুলো ব্লেন্ড করে এমনভাবে পেস্ট করে নিন যাতে একটি তরল মিশ্রণ তৈরি হয়। কিছু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিন এবং ত্বকে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন।নিয়মিত ব্যবহারে ভাল ফল পাবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

একটি পাত্রে অল্প হলুদ, মধু অথবা টক দই আর এক কোয়া লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পেস্টটি স্নানের আগে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে তার পরে ধুয়ে ফেলুন। রোজ না পারলেও সপ্তাহে দু’দিন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • শশা পেস্ট করে মুখে ম্যাসাজ করুন।
  • 2 চামচ মধু  ও 2 চাপচ ব্রেকিং সোডা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে দিন।
  • মুখে অলিভ অয়েল ব্যবহার করুন।
  • m.priyo.com এ দেখে নিতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অ্যালার্জির দাগ সহজে যায় না ।চলে যাবে তবে পুরোপুরি ভাবে যাবে না।তাও আপনি হলুদ গুঁড়া,টুথপেষ্ট ও এলোভ্যারা জেল মিশিয়ে পেস্ট তৈরিকরে লাগাতে পারেন।এতে দাগ দূর হয়ে যাবে।        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ