স্তন এবং পেট কি একই সাথে ব্যাথার উদ্বেগ হয়? জানালে হয়তো আরো ভালো হতো। তবে আপনার প্রশ্ন অনুযায়ী যেটুকু বুঝতে পারলাম  যে পেট ব্যাথার সময় যৌনিতে টান পড়ে এবং ব্যাথা অনুভূত হয়, এমন মনে হয় যেন তল পেটের নাড়ি ছিড়ে যাচ্ছে। এমন হওয়ার দু'টি কারণ থাকতে পারে (১)মাসিক/ঋতুচক্র; (২)সাদা স্রাব/লিউকোরিয়া। মাসিকের সময় এমনটা হওয়া স্বাভাবিক বিষয়ের মধ্যেই পড়ে। কারণ এসময় নারী গর্ভে প্রতিমাসের নির্দিষ্ট ডিম্বাশয় একটি ডিম্বাণু উৎপাদন করে। সবচেয়ে পরিপক্ক বা পূর্ণাঙ্গ ডিম্বাণুটি ডিম্বনালির মধ্য দিয়ে জরায়ুতে চলে যায়। জরায়ু হচ্ছে দেহের এমন একটি অংশ যেখানে শিশু সুরক্ষিত থাকে ও প্রতিনিয়ত পুষ্টি পায়। যখন ডিম্বাণু পরিপক্ক হয় তখন শরীর জরাযুতে রাসায়নিক সংকেত পাঠায়। ফলে জরায়ুর ভিতরের অংশ পুরু হয়ে ওঠে। ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু বেরিয়ে এসে ডিম্বনালীতে অবস্থান নেয়। এই পুরো প্রক্রিয়াকে বলে হয় ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া। ডিম্বানুটি শুক্রানু দ্বারা নিষিক্ত হলে গর্ভসঞ্চার হয়। গর্ভবতী অবস্থায় নিষিক্ত ডিম্বাণুটি ডিম্বনালীর মধ্য দিয়ে জরায়ুতে আসে। ৬ দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে সৃষ্ট নরম, পুরু আবরণের সাথে যুক্ত হয়ে যায়। আর যদি গর্ভবতী না হয়, তাহলে অনিষিক্ত ডিম্বাণুটি নষ্ট হয়ে যায়। জরায়ুর ভেতরে কোন শিশু জন্ম না নেওয়ায় নরম ও পুরু আবরণটিও ভেঙে যায়; শরীর থেকে রক্তের আকারে বের হয়ে আসে। এভাবেই মাসিকের শুরু হয়। আর মাসিকের এমন ব্যাথা অনুভুত হয়। অপর দিকে স্বাভাবিক শারীরবৃত্তীয়, বয়সন্ধিকালে রক্ত চলাচল বেড়ে যায় ফলে নিঃসরণ-ও বেশি হয়, যৌন মিলনকালে, যৌন আবেগে, গর্ভাবস্থায়, শরীরের রাসায়নিক সমতা বজায় রাখতে এবং যোনির কোষগুলোকে সচল রাখতে ইস্ট্রজেন (oestrogen) হরমোনের প্রভাবে সাদা স্রাবের নিঃসরণ হতে পারে। সাদা স্রাবের দরুনও আপনার পেট ব্যাথার সময় যৌনিতে টান পড়তে পারে। সাদা স্রাব হওয়ার অনেক গুলো কারণ রয়েছে তন্মধ্যে অন্যতম কারণ গুলো হলো (১)ঠিক মতো খাবার না খাওয়া; (২)ঠিক মতো ঘুম ও বিশ্রামের অভাব; (৩)মানসিক চাপ; (৪)কৃমির সংক্রমন; (৫) যৌন মিলনের পরে অপরিষ্কার থাকা(গোসল না করা, দ্রুত পরিষ্কার না হওয়া), স্যাঁতসেঁতে কাপড়চোপড় পরিধান করা এবং (৬)জন্ম বিরতিকরণ পিল খাওয়ার কারণেও সাদা স্রাবের সম্মুখীন হওয়ার আশঙ্ক্ষা থাকে। তাই পিল খেতে হলে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে প্রথমে ভয় না পেয়ে দেখুন ও বুঝে নিন আপনার সাদা স্রাবে আধিক্য কি অত্যাধিক নাকি স্বাভাবিক।যদি আপনার সামান্যতম সমস্যা মনে হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার আসি স্তন ব্যাথার প্রশঙ্গে, আপনার যদি স্তন মাত্রা অতিরিক্ত ব্যাথা হয় তবে এর কারণ বহুরকম হতে পারে তার মধ্যে সাধারণ একটি বিষয় যেমন: সহবাসের সময় স্তন মাত্রা অতিরিক্ত মর্দনের কারণেও স্তনে ব্যাথা অনুভব করতে পারেন। এছাড়া আরো অনেক গুলো কারণে স্তনে ব্যাথা অনুভব করতে পারেন যেমন: (১)দেহের হরমনের তারতম্যের কারণে (যেমন:সাদা স্রাব); (২)মাসিকের কারণে; (৩)গর্ভ ধারণের সময়; (৪)স্তন ক্যান্সার থাকলে, (৫)চিকিসার মাধ্যমে স্তন বড় করলে (ব্রেস্ট ফিন্ডিং বা কোনো ক্রিম স্তনে ব্যবহার করা বা ব্রেস্ট ইমপ্লান্ট কলে); (৬) স্তনে কোনো ইনফেকশনের কারণে। যদি আপনার স্তনে খুব বেশিদিন ধরে ব্যাথা অনুভূত হয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ