Call
না, পেনিসের উপর লাল লাল ফোঁসকা পড়া, চুলকানো এগুলো এইডসের লক্ষন নয়। এইডসের লক্ষনগুলো হলোঃ
১) সারা শরীরে লালচে দানা উঠা
২) প্রচণ্ড মাথা ব্যথা
৩) গলা ভাঙ্গা/স্বরভঙ্গ
৪) লিম্ফগ্রন্থি ফুলে উঠা ৫) কোনো কারণ ছাড়া দ্রুত দেহের ওজন কমতে থাকা
৬) জ্বরের মাত্রা বৃদ্ধি পাওয়া বা টানা ২-৩ সপ্তাহ বা এরচাইতে বেশি সময় ধরে অনেক বেশি জ্বর থাকা।
৭) কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়া এবং ক্রমশ বেড়ে যাওয়া। এমনকি ৩-৪ সপ্তাহ বা এর চেয়েও বেশি সময় ধরে শুকনা কাশি থাকা।
৮) হাড়ের জয়েন্টগুলো ফুলে উঠা। এমনকি ৩ মাসের বেশি সময় ধরে হাড়ের জয়েন্টগুলো ফুলে থাকা।
৯) দীর্ঘদিন ধরে ডায়রিয়ার সমস্যা থেকে যাওয়া।
১০) প্রচণ্ড দুর্বলতা বোধ করা।
১১) কানের সংক্রমণ, নিউমোনিয়া, টনসিল ইত্যাদিসহ নানা ছোটোখাটো সমস্যা মারাত্মক আকার ধারণ করা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ