Call

আপনার ধারনা ভূল বাসাবারিতে সংযোগ দেওয়া হয় 220 v তাই তারটা একটু চিকন অপর দিকে শহর এলাকা বাস্তার পাশে যে তার গুলা দেখছেন ওগুলা সম্ভবত 550 v - 1500 v তাই তার গুলা মোটা ,মোটা তার 550 v থেকে ট্রান্সফরমার মাধ্যমে v কমিয়ে 220 চিকন তারে সংযোগ প্রদান করা হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সাধারণতঃ মোটা তারের কারেন্ট পরিবহন ক্ষমতা বেশী থাকে। আপনার বাড়িতে যে তারগুলো আসে সেগুলোর ভোল্টেজ হয় ৪৪০ বা ২৩০ ভোল্ট। আর আমাদের দেশে রাস্তায় বিতরণ লাইনের তারে ১১০০০/৩৩০০০ ভোল্ট এবং ট্রান্সমিশন লাইনের তারে ৬৬০০০/১৩২০০০/২৩০০০০/৪০০,০০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুতের লাইন থাকে। এজন্য ওইসব তারের আকার এতো মোটা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

এটা তো জানেন যে বিদ্যুৎ ইলেকট্রনেরই প্রবাহ।তো ইলেকট্রিনের এই প্রবাহে প্রচুর তাপ উৎপন্ন হয়। তো মেইন লাইন থেকে যেই বিদ্যুৎ টা আসে সেটার ভোল্টেজ থাকে অনেক বেশি। সেটা ডিভাইড করেই সবদিকে সাপ্লাই দেওয়া হয়।অত হাই ভোল্টেজ কি নরমাল তারের মধ্য দিয়ে প্রবাহিত করা সম্ভব...? তার তো গলে যাবে। সেটা বাসা বাড়িতে সাপ্লাই দেওয়ার আগে দেখবেন কারেন্টের পোলের সাথে ট্রান্সফরমার ইউজ করা হয় যেটা ভোল্টেজ কমায়। আর আমরা পাই আমরা বাসা বাড়িতে পাই ২২০-২৪০ ভোল্ট। যেটা নরমাল তামার তারেই সহনীয়।  তাই ওখানে মোটা আর বাসা বাড়িতে চিকন তার ইউজ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSaeed

Call

কারণ হলো: মোটা তারের রোধ কম। ফলে অধিক পরিমাণ তড়িৎ সহজেই প্রবাহিত হতে পারে কিন্তু চিকন তারের রোধ বেশি হওয়ায় বেশি তড়িৎ প্রবাহিত হতে পারে না। ফলে চিকন তার ব্যাবহার করলে রোধের কারণে বেশি তাপ উৎপন্ন হয়। অর্থাৎ বিদ্যুৎ এর অপচয় বা সিস্টেম লস বেশি হয়। কিন্তু বাসাবাড়িতে প্রবাহিত তড়িৎ নিন্ম বিভব সম্পন্ন। ফলে চিকন তার ব্যাবহার করলেও কোনো সমস্যা হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ