"সমশক্তিসম্পন্ন অরবিটাল এ ইলেকট্রন সমুহ এমনভাবে প্রবেশ করে যেনো তারা সর্বাধিক অযুগ্ম(বিজোড়) অবস্থায় থাকে এবং এসব অযুগ্ম ইলেকট্রন এর দিক একমুখী হয়"
সহজ কথায়, যেসকল অরবিটাল এর শক্তি সমান, সেসকল অরবিটাল এ ইলেকট্রন একটি একটি করে প্রবেশ করে। এভাবে সবগুলো অরবিটাল এ একটি করে ইলেকট্রন প্রবেশের পর পুনরায় ১টি করে ইলেকট্রন প্রবেশ করে।
যেমন: ফ্লোরিন এর জন্য,
F - ১s² ২s² ২px² ২py² ২pz¹
২p এর জন্য
⬆️⬇️ | ⬆️⬇️ | ⬆️ |
১০১.৩২৫ কিলো প্যাস্কেল চাপ এবং ১৫°সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব ১.২২৫কেজি/মিটার³
জারণ অর্ধবিক্রিয়া:
2Fe2+ -2e ----> 2Fe3+
বিজারণ অর্ধবিক্রিয়া:
Cl2 +2e ----> 2Cl-
এখানে,
ফেরাস ক্লোরাইড এর ক্লোরিন এর জারণ মানের পরিবর্তন হয় নি।
= √{s(s-a)(s-b)(s-c)}
= (1/2)ab sinC = (1/2)bc sinA = (1/2)ca sinB
যেখানে, a,b,c হলো বাহুর দৈর্ঘ্য এবং
s = অর্ধ পরিসীমা = (a+b+c)/২
A= b এবং c বাহুর মধ্যবর্তী কোন
B= a এবং c বাহুর মধ্যবর্তী কোন
C= a এবং b বাহুর মধ্যবর্তী কোন
EZn/Zn2+ = 0.76 V
EM/M2+ = 0.126 V
এখানে, জিংক এর জারণ বিভব বেশি। তাই এটি
অ্যানোড হিসেবে কাজ করবে। আর M ক্যাথোড হিসেবে কাজ করবে।
কিন্তু পাত্র ক্ষয় হবে, কি হবে না, এধরনের অঙ্কের ক্ষেত্রে পাত্রকে সর্বদা অ্যানোড ধরতে হবে। পাত্রটিকে অ্যানোড এবং দ্রবণটি কে ক্যাথোড ধরে কোষ বিভব বের করতে হবে। ধনাত্মক হলে ক্ষয় হবে, ঋণাত্মক হলে ক্ষয় হবে না। পাত্রের অঙ্কের ক্ষেত্রে এটাই নিয়ম।
আপনার অঙ্কে যদি বলা থাকে m ধাতুর পাত্রে জিংক এর লবণ রাখা যাবে কিনা??, তাহলে জিংক কে ক্যাথোড ধরতে হবে।
একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো চলমান বিন্দুর দূরত্ব এবং ঐ চলমান বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব যদি সর্বদা সমান হয়, তবে চলমান বিন্দুর সঞ্চরপথকে পরাবৃত্ত বলে।
পীড়ন ও বিকৃতির অনুপাত সর্বদা ধ্রুবক না। কেবলমাত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে ধ্রুবক।
স্থিতিস্থাপক সীমার মধ্যে অর্থাৎ বাহ্যিক বলের যে মান পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, সেই মানের মধ্যে পীড়ন (বাহ্যিক বল) বৃদ্ধি করলে বিকৃতি ( বস্তুর আকারের পরিবর্তন) বেশি হয়। পীড়ন কম হলে বিকৃতি কম হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন প্রয়োগের ফলে বিকৃতি এমনভাবে পরিবর্তিত হয় যে এদের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এটি কেবলমাত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রযোজ্য।
ফোনের রেডিয়েশন ক্ষতিকর না। এটি থেকে মূলত নন আয়োনাইজিং বিকিরণ নির্গত হয় যা শুধু কোনো কিছুকে উত্তপ্ত করতে পারে। আয়োনাইজিং বিকিরণ ক্ষতিকর কিন্তু এটা ফোন থেকে নির্গত হয় না। ফোনে ইন্টারনেট ব্যাবহারের সময় বা কথা বলার সময় হেডফোন ব্যাবহার করুন। এই ভিডিওটি দেখুন
T1/2 = .693/μ
μ = ক্ষয় ধ্রুবক।
N = No e-μt
যেখানে N= অক্ষত পরমাাণুর সংখ্যা
No = মোট পরমাণুর সংখ্যা
t=সময়
শরীর পেছনের দিকে হেলিয়ে জোরে শ্বাস নিলে (বুক বেশি প্রসারিত করলে) বুকের সামনের হাড়ের কাছে শব্দ ( অনেকটা "কট" করে শব্দ হওয়ার মত) হয়। ইসিজি আর ইকো করেছিলাম। Ecg report: Left axis deviation. কিন্তু echo:Normal. ডাক্তার বললেন হার্ট এ সমস্যা নাই। কিছু ওষুধ দিলেন যেগুলো খাচ্ছি। বুকে ব্যথার সমস্যা ওষুধ খাবার পর আর নাই। কিন্তু শরীর সামান্য পেছনে হেলিয়ে বুক প্রসারিত করলে( জোরে শ্বাস নিলে) শব্দ হয়। শ্বাস নিতে কোনো সমস্যা নাই। খুব দুশ্চিন্তা হয়। PLEASE HELP.