শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১. (১-২০) নম্বর পর্যন্ত মৌলের পারমাণবিক ভর বের করার trick→ ক) মৌলের পারমাণবিক সংখ্যা একটি জোড় সংখ্যা হলে
মৌলের পারমাণবিক ভর হবে = পারমাণবিক সংখ্যা × ২
যেমনঃ
He(হিলিয়াম)= হিলিয়ামের পারমাণবিক সংখ্যা × ২
= 2 × (গুণ) 2 = 4
C(কার্বন)=6 × 2=12
O(অক্সিজেন) = 8 × 2= 16
এভাবে অন্য যেসব মৌলের পারমাণবিক সংখ্যা জোড় তাদেরও বের করা যাবে।
খ.মৌলের পারমাণবিক সংখ্যা একটি বিজোড় সংখ্যা হলে, পারমাণবিক ভর=(পারমাণবিক সংখ্য × ২) + ১
যেমনঃ
Li(লিথিয়াম) এর পাঃ ভরঃ =
( লিথিয়ামের পাঃ সংখ্যা × ২)+১ = (3 × 2)+1= 7
F(ফ্লোরিন)= (9 × 2)+1= 19
১-২০ এর মধ্যো ৪টি মৌল এই নিয়মের ব্যতীক্রম হবে।বাকি সব কয়টি এই নিয়মে করা যাবে। ব্যতীক্রম যেগুলো→
এগুলোও একটা trick দিয়ে এর নাম মনে রাখা যায়।যা নিম্নরূপ: ব্যতীক্রম= Be(বেরেলিয়াম)=9 নাইট্রোজেন=N(নাইট্রোজেন)=14 অার=Ar(অার্গন)=40 ক্লোরিন=Cl(ক্লোরিন)=35.5 ২.(২১-৩০) পর্যন্ত মৌলগুলোর পারমানবিক ভর মনে রাখার trick→ ক.মৌলের পারমাণবিক সংখ্যা একটি জোড় সংখ্যা হলে,
মৌলের পারমাণবিক ভর= (পারমাণবিক সংখ্যযা × ২) + ৪
যেমনঃ
Ti(টাইটেনিয়াম) এর পাঃ ভর= (Ti এর পারমাণবিক সংখ্যা ×২)+৪=(২২ × ২)+৪=৪৮
Fe(অায়রন)= (২৬ × ২)+৪=৫৬ খ.পারমাণবিক সংখ্যা একটি বিজোড় সংখ্যা হলে,
মৌলের পারমাণবিক ভর=
( পারমাণবিক সংখ্যা × ২) +৫ যেমন→
Co(কোবাল্ট) এর পাঃ ভর= (২৭ × ২)+৫=৫৯ Sc(স্কান্ডিয়াম) এই নিয়মের ব্যতীক্র। এছাড়া অারো ১টি বা ২টি এই নিয়মের বত্যীক্রম।এগুলো বাছাই করে অাশা করি comment ব্যতীক্রমগুলোর একটা trick বের করে জানাবেন।এতে অাপনার উদ্ভাবনী শক্তি অনেক বৃদ্ধি পাবে।
অার একটা কথা → এগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় পারমাণবিক ভর।যেগুলো সব জায়গায় ব্যবহৃত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

আধুনিক পর্যায় সারণি মৌলের পারমানবিক ভর মনে রাখার সহজ উপায়: H-1 এখানে n মৌলের পারমানবিক সংখ্যা। 2n বলতে দুই দ্বারা "n" পারমানবিক সংখ্যা গুন করলে মৌলের পারমানবিক ভর পাওয়া যাবে। সুতরাং 2n He- 2×2= 4; Ne- 10×2= 20 B- 5×2= 10; Mg- 12×2= 24 C- 6×2= 12; Si- 14×2= 28 N- 7×2= 14; S- 16×2= 32 O- 8×2= 16; Ca- 20×2= 40 2n+1 এর জন্য Li- 3×2+1=7; Be-4×2+1=9 F-9×2+1=19; Na-11×2+1=23; Al-13×2+1=27; P-15×2+1=31; Cl-17×2+1=35.5 ••• K-19×2+1=39 2n+2 এর জন্য Ni-28×2+2=58 2n+3 এর জন্য Sc-21×2+3=45; Ti-22×2+3=47; 2n+4 এর জন্য Ar-18×2+4=40; Cr-24×2+4=52; Fe-26×2+4=56; Co-27×2+4=58; 2n+5 এর জন্য V-23×2+5=51; Mn-25×2+5=55; Cu-29×2+5=63; Zn-30×2+5=65; 2n+7 এর জন্য Ga-31×2+7=69; 2n+8 এর জন্য Ge-32×2+8=72; 2n+9 এর জন্য As-33×2+9=75; 2n+10 এর জন্য Br-35×2+10=80; 2n+11 এর জন্য Se-34×2+11=79; Kr-36×2+11=83; Rb-37×2+11=85; Sr-38×2+11=87; Y-39×2+11=89; Zr-40×2+11=91; Nb-41×2+11=93; ★Ag-108;★Sn-118; ★I-127;★Pt-195;★Au-197 ★Hg- 200; ★★U- 238 #সংগ্রহীত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১ থেকে ৩০ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলগুলোর পারমাণবিক ভর মনে রাখার সহজ কৌশলঃ


  • ১ থেকে ১০ পর্যন্ত যেকোনো মৌলের (হাইড্রোজেন ব্যতীত) পারমানবিক সংখ্যা দ্বিগুন করলে পারমানবিক ভর পাওয়া যায়৷

উদাহরণসরূপঃ হিলিয়ামের(He) পারমানবিক সংখ্যা ২, এর দ্বিগুন হবে ২×২=৪৷ অতএব, হিলিয়ামের পারমানবিক ভর হবে ৪৷ এভাবে লিথিয়াম(Li), বেরিলিয়াম(Be), বোরন(B), কার্বন(C), নাইট্রোজেন(N), অক্সিজেন(O), ফ্লোরিন(F) এবং নিয়ন(Ne) এর পারমানবিক ভর হবে যথাক্রমে ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮ এবং ২০৷ তবে, এক্ষেত্রে হাইড্রোজেনের পারমানবিক ভর ১.০০৮ (ব্যতিক্রম)৷

  • ১১ থেকে ২০ পর্যন্ত জোড় মৌলের পারমানবিক সংখ্যা দ্বিগুন করলে জোড় মৌলের পারমানবিক ভর পাওয়া যায়৷

উদাহরণসরূপঃ ম্যাগনেশিয়ামের(Mg) পারমানবিক সংখ্যা ১২, এর দ্বিগুন ১২×২=২৪৷ অতএব ম্যাগনেশিয়ামের(Mg) পারমানবিক ভর ২৪৷ এভাবে সিলিকন(Si), সালফার(S), আর্গন(Ar), এবং Ca(ক্যলসিয়াম) এর পারমানবিক ভর হবে যথাক্রমে ২৮, ৩২, ৩৬ এবং ৪০৷

১১ থেকে ২০ পর্যন্ত বিজোড় মৌলের পারমানবিক সংখ্যা দ্বিগুনের সাথে ১ যোগ করলে বিজোড় মৌলের পারমানবিক ভর পাওয়া যায়৷

উদাহরণস্বরুপঃ সোডিয়ামের(Na) পারমানবিক সংখ্যা ১১, এর দ্বিগুনের সাথে ১ যোগ করলে হয় (১১×২)+১= ২৩৷ অতএব, সোডিয়ামের(Na) পারমানবিক ভর হবে ২৩৷ এভাবে, অ্যালুমিনিয়াম(Al), ফসফরাস(P), ক্লোরিন(Cl) এবং পটাশিয়ামের(K) পারমানবিক ভর হবে যথাক্রমে ২৭, ৩১, ৩৫.৫(ব্যতিক্রম) এবং ৩৯৷

  • ২১ থেকে ৩০ পর্যন্ত জোড় মৌলের পারমানবিক সংখ্যা দ্বিগুন এর সাথে ৪ যোগ করলে জোড় মৌলের পারমানবিক ভর পাওয়া যায়৷

উদাহরণস্বরুপঃ টাইটেনিয়ামের(Ti) এর পারমানবিক সংখ্যা ২২, এর দ্বিগুনের সাথে ৪ যোগ করলে হয় (২২×২)+৪=৪৮৷ অতএব, টাইটেনিয়ামের(Ti) এর পারমানবিক ভর হবে ৪৮৷ এভাবে, ক্রোমিয়াম(Cr), লোহা(Fe), নিকেল(Ni) এবং জিঙ্ক/দস্তা(Zn) এর পারমানবিক ভর হবে যথাক্রমে ৫২, ৫৬, ৬০ এবং ৬৫.৩৮(ব্যতিক্রম)৷


২১ থেকে ৩০ পর্যন্ত বিজোড় মৌলের পারমানবিক সংখ্যা দ্বিগুন এর সাথে ৫ যোগ করলে জোড় মৌলের পারমানবিক ভর পাওয়া যায়৷


উদাহরনস্বরূপঃ স্ক্যান্ডিয়ামের(Sc) পারমানবিক সংখ্যা ২১, এর দ্বিগুনের সাথে ৫ যোগ করলে হয় (২১×২)+৫=৪৭৷ অতএব, স্ক্যান্ডিয়ামের(Sc) পারমানবিক ভর হবে ৪৭৷ এভাবে ভ্যানাডিয়াম(V), ম্যাঙ্গানিজ(Mn), কোবাল্ট(Co) এবং কপার/তামার(Cu) এর পারমানবিক ভর হবে ৫১, ৫৫, ৫৯ এবং ৬৩.৫(ব্যতিক্রম)৷

তথ্যসূত্রঃ ট্রিকবিডি
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ