যেমন- Sin এর 0, 30, 45, 60, 90 ডিগ্রী এর মান মনে রাখার সহজ উপায় 0, 1, 2, 3. 4 কে 4 দ্বারা ভাগ করে বর্গমূল। এরকম Cos, tan, Cot এর মান জানা আছে। শুধুমাত্র Sec & Cosec এর মান জানা প্রয়োজন।
Share with your friends
Call

যেহেতু sin এবং cos এর মান জানা আছে, তাই নিম্নক্ত উপায়ে সহজেই sec এবং cosec এর যেকোন মান বের করা যাবে। আমরা জানি, secθ°=1/cosθ° বা, sec0°=1/cos0°=1/1=1 অনুরুপভাবে, sec30°=1/cos30°=1/(√3/2)=2/√3 আবার, sec45°=1/cos45°=1/(1/√2)=√2 আবার, sec60°=1/cos60°=1/(1/2)=2 আবার, sec90°=1/cos90°=1/0=Α (অসঙ্গায়ীত) অনুরুপ ভাবে cosecθ=1/sinθ সুত্র প্রয়োগ করে cosec এর যেকোন মান বের করা যাবে।

Talk Doctor Online in Bissoy App