ফেইসবুকে পেইজের এডমিন রিমুভ করার নিয়ম কী?
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমে ব্রাউজার দিয়ে আপনার পেজে প্রবেশ করুন। তারপর More> Edit Settings> Page Roles এ গিয়ে পেজের সব এ্যাডমিনদের দেখতে পারবেন। যাকে রিমুভ করতে চান তার নামের পাশে Edit এ ক্লিক করুন। তারপর নিচে Save এবং Delete অপশন দেখতে পারবেন। আপনি Delete এ ক্লিক করে Password দিয়ে Confirm এ ক্লিক করুন। উল্লেখ্য যে, এ্যাডমিনকে রিমুভ করতে চাইলে আপনাকেও অ্যাডমিন থাকতে হবে এবং পেজ ক্রিয়েটর কে রিমুভ করতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমানে Browser এ পেইজের More অফশানে ক্লিক করলে কাঙ্খিত Settings পাওয়া যায় না । তাই আপনি এডমিন রিমভ করতে এড্রেসবারে এরকম লিখুন www.facebook.com/pageid/settings না বুঝলে মন্তবে পেইজ লিংক দিন । settings এর লিংকটি তৈরি করে দিবো । ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

https://free.facebook.com/pages/edit/admins/Page Id code

তাহলে আপনি page roles দেখতে পাবেন। 

আর আপনি যদি পেজ এডমিন হন তাহলে যে কাওকে ইডিট অথবা রিমুব করতে পারবেন।

পেজ কোড না জানা থাকলে মন্তব্যে জানান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ