RushaIslam

Call

**ডাবের জল স্কিনের যেকোনো রকম দাগ দূর করতে সাহায্য করে। **বেকিং সোডা হলো একটি অ্যালকালিন পদার্থ। এর এসিডিটি খুব নিম্ন স্তরের।হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাসে নিন।তারপর দাগ যুক্ত স্থানে নিয়মিত লাগান। **২ টেবিল চামচ গাদা ফুল এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন।তারপর সকালে এটি পেস্ট করে নিন এবং বসন্ত বা পক্সের দাগের উপর লাগান। খুব দ্রুত মুক্তি পাবেন এই অনাকাঙ্ক্ষিত দাগের হাত থেকে। **অর্ধেক লেবুর রস ১/২ টেবিল চামচ জলে মিশিয়ে দাগে লাগান।এই পদ্ধতি কেবল রাতে ব্যবহার করুন। কারণ দিনের বেলা সুর্যের আলো লেবুর রসের সাথে রিয়েক্ট করে নতুন দাগ সৃষ্টি করবে। **দাগের উপর নিয়মিত ৩-৪ বার মধু লাগান। **আধা কাপ ওটমিলের সাথে গরম জল মিশিয়ে নিন। এরপর এটি ঠাণ্ডা করে লাগান। খুব ভাল ফল পাবেন। **প্রতিদিন সকালে দাগের উপর নারিকেল তেল লাগাতে পারেন। এটার সাহায্যে পক্স বা বসন্তের পুরোনো দাগ থেকেও মুক্তি পাবেন। **অ্যালোভেরার কাচা পাতা থেকে নেয়া জেল রোজ দাগের উপর লাগান। এটি খুব ভাল কাজ দিবে স্কিন থেকে দাগ উঠাতে। সূত্র: ডেইলিহান্ট স্বাস্থ্য টিপস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

আপনি নিচের ব্রণের দাগ দূর করতে নিচের প্যাক ব্যবহার করুন - - ১. একটি পাত্রে ১ চা চামচ গুঁড়া দুধ, ২ চা চামচ লেবুর রস আর ১/২ চা চামচ মধুর, টমেটোর রস সাথে মিশিয়ে নিতে হবে। এবার পুরো মুখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হয়ার সাথে সাথে আগের তুলনায় অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে এবং ত্বকের দাগ দূর হবে। - ২. সারারাত ১ টেবিল চামচ ওট মিল ভিজিয়ে রেখে সকালে এটি পেস্ট করে এর সাথে ১ টেবিল চামচ টক দই, টমেটোর রস ও গোলাপজল মিশিয়ে মাস্ক তৈরি করুন। এটি নিশ্চিতভাবে ত্বক দাগ দূর করে। - ৩. আলু খোসার পেস্ট নিয়মিত ত্বকে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল আর ফ্রেশ, দাগ দূর হবে অথবা আলুর টুকরো করে স্নানের পূর্বে মুখে ১০ মিনিট ঘষুন। - 4. ১ চা চামচ টমেটো বা লেবুর রসের সাথে মিশিয়ে মুখের ত্বকে লাগান নিয়মিত। অবশ্যই ত্বক এর দাগ দূর হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ