শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

ক্রিম ব্যবহারে আপনার পক্সের দাগ গুলি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা অধিক। আপনি এলোভেরার জেল এবং রসুন বাটা একত্রে করে পক্সের দাগের স্থানে লাগান। খুব দ্রুত দাগ দূর হয়ে যাবে। এছাড়া দাগের স্থানে লেবুর রস লাগালেও দাগ দূর হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

আপনি রেমি স্পট আইট ক্রীম ব্যবহার করতে পারেন। তবে এর পরিবর্তে নিচের প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করতে পারেন।     

উপকরণ

  • সামান্য মধু
  • ১–৩ কাপ গোলাপ জল
  • ১–৩ কাপ শশার রস 

ব্যবহার পদ্ধতি

উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। যতক্ষণ নরম একটি মিশ্রণ না হয়। এটি আপনার দাগে লাগিয়ে ৩০ মিনিট রাখুন।এরপর ধুয়ে ফেলুন আর ভালো ফলাফল দেখুন প্রথম বার ব্যবহারেই। তারপর মুখে ভালোমানের ময়েশ্চারাইজার লাগান।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • দাগের উপর কটন দিয়ে ডাবের পানি লাগান।
  • এক গ্লাস পানিতে হাফ টেবিল চামচ ব্রেকিং সোডা একসঙ্গে মিশিয়ে দাগে লাগান।
  • দাগের উপর মধু ম্যাসাজ করুন।
  •  রাতে এক কাপ পানিতে 2 টেবিল চামচ গাঁদা ফুল ভিজিয়ে রেখে ,সকালে তা পেস্ট করে মুখে লাগান
  • ঐ দাগের স্থানে নারিকেল তেলও ম্যাসাজ করতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আলু ও শসার মিশ্রন কয়েক টুকরা শসা এবং আলু নিন। ঠাণ্ডা পানিতে এগুলো ব্লেন্ড করে এমনভাবে পেস্ট করে নিন যাতে একটি তরল মিশ্রণ তৈরি হয়। কিছু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিন এবং ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহারে ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ