শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

নিমপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। চামড়ার ইনফেকশন রোধে এছাড়া পক্সের ফোস্কা, ব্রুণ, চুলকানি ও এলার্জি রোধে নিমপাতা অনেক উপকারি। আর করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড বি, ভিসিন এবং ক্যারাটিন। প্রতিদিনের ডায়েটে করলার জুস রাখলে উচ্চরক্তচাপ কমে। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।এছাড়া যাদের পক্সের ফোস্কা রয়েছে তারা এটি খেলে খুব দ্রুত সেরে উঠবেন। আমি ব্যক্তিগত ভাবে শুনেছি পক্স হলেই এই ২টা জিনিস বরাবর ই লোকে সেবন করে থাকেন এবং উপকার পায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ