Call

রেখা:

একটি রেখা হলো কতকগুলো বিন্দুর সেট যে বিন্দুগুলো উভয়দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত।


রেখাংশ কি:

রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যার দুইটি প্রান্তবিন্দু থাকে। অন্যভাবে বললে, একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ, এটি রেখাংশ। রেখা হতে হলে তার দুই দিকেই তীর চিন্হ লাগবে। যেমন <----> । তীর চিন্হ না থাকার কারণে চিত্রটি রেখাংশ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটি একটি রেখাংশ। কিন্তু তৃতীয় শ্রেণির বইতে তো আর এত বিস্তারিত লিখলে বাচ্চারা বুঝবে না। তীরচিহ্ন দিলেও তারা বিভ্রান্ত হবে। একারণে এটাকে রেখা বলা হয়েছে বা রেখাকে এভাবে আঁকা হয়েছে।  মূলত বই যারা পড়বে তাদের স্ট্যান্ডার্ড বিবেচনা করা রচিত হয়। যতদূর জানি এটি বাচ্চাদের পরীক্ষায় আঁকা লাগবে। সেক্ষেত্রে ব্যাপারটাকে বেশি জটিল করা যাবে না। আগামী শ্রেণিতেই এটাকে বিস্তারিত বর্ণনা করা হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ