সিডনির স্থানীয় সময় ঢাকার আগের দিন রাত 7 টা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মূল মধ্যরেখার (০ ডিগ্রি) সাপেক্ষে ঢাকার দ্রাঘিমা রেখা ৭৫ ডিগ্রি পূর্ব এবং সিডনির দ্রাঘিমা রেখা ১০৫ ডিগ্রি পশ্চিম। 


সুতরাং দ্রাঘিমা রেখার পার্থক্য = ৭৫ + ১০৫ = ১৮০ ডিগ্রি


প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।

সুতরাং, ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে = ১৮০*৪ মিনিট = ৭২০ মিনিট = ১২ ঘন্টা

আমরা যখন পশ্চিমে যেতে থাকবো, তখন সময়ের পার্থক্য বিয়োগ করতে হবে, আর পূর্বে গেলে সময়ের পার্থক্য যোগ করতে হবে। 

সুতরাং ঢাকার স্থানীয় সময় সকাল ৭.০০হলে সিডনির স্থানীয় সময় হবে = ৭.০০ - ১২ ঘন্টা  = সন্ধ্যা ৭.০০ (আগের দিন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ