মালয় এবং আনকারার মধ্যে সময় ব্যবধান=১৫ ঘণ্টা=৯০০ মিনিট। আমরা জানি, ৪ মিনিট সময় ব্যবধানের জন্য দ্রাঘিমার পাথক্য হয় ১ ডিগ্রী। অতএব ৯০০ মিনিট সময় ব্যবধানের জন্য দ্রাঘিমার পাথক্য হয়=(৯০০/৪) ডিগ্রী=২২৫ ডিগ্রী আনকারা মালয়ের পশ্চিমে অবস্থিত, তাই আনকারার দ্রাঘিমা কম হবে। অতএব আনকারার দ্রাঘিমা (৮০- ২২৫)ডিগ্রী পূব= -১৪৫ ডিগ্রী পুব = ১৪৫ ডিগ্রী পশ্চিম। আর আনকারার স্থানীয় সময় নিণয় করার জন্য মালয়ের সময় জানা লাগবে। নইলে স্থানীয় সময় বের করা যাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ