• প্রথমেই একবার রিবুট করে নিন
  • কুছু না হলে,
  • ইমু একবার আন-ইন্সটল করে আবার ইন্সটল করুন
  • সমাধান না হলে,
  • মোবাইল সম্ববত খুব ধির হয়ে গেছে :(
  • তাই, ফ্যাক্টরি রিসেট টা দিয়ে দিন
  • আর যদি মোবাইল রুটেড থাকে কমেন্ট করুন


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

ইমু ব্যাকগ্রাউন্ড রানিং না থাকার কারনে এমন হয়। আপনি প্লেস্টর থেকে ইমু আপডেট দিন এবং ডাটা অফ করে ফোন একবার অফ করে আবার অন করুন এবং ডাটা দিয়ে চালান। আশাকরি ঠিক হয়ে যাবে। আর অবশ্যই কোনো র্যাম ক্লিনার এপস ইন্সটল করা থাকলে তা আনইন্সটল করে দিন। রুট করা হলে Purify এপসটি আনইন্সটল করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ