Call

মূল মধ্যরেখার (০ ডিগ্রি) সাপেক্ষে বাংলাদেশের দ্রাঘিমা রেখা ৯০ ডিগ্রি পূর্ব এবং অটোয়ার দ্রাঘিমা রেখা ৭৬ ডিগ্রি পশ্চিম। 

সুতরাং দ্রাঘিমা রেখার পার্থক্য = ৯০ + ৭৬ = ১৬৬ ডিগ্রি

প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
সুতরাং, ১৬৬ ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে = ১৬৬*৪ মিনিট = ৬৬৪ মিনিট = ১১ ঘন্টা ৪ মিনিট
এখন প্রশ্ন হলো এই সময়ের পার্থক্য কখন যোগ করবো আর কখন বিয়োগ করবো।
আমরা যখন পশ্চিমে যেতে থাকবো, তখন সময় বিয়োগ করতে হবে, আর পূর্বে গেলে সময় যোগ করতে হবে। 
সুতরাং বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৭.০০হলে অটোয়ার স্থানীয় সময় হবে = ৭.০০ - ১১ ঘন্টা ৪ মিনিট = সন্ধ্যা ৭.৫৬ (আগের দিন)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ