Nasimuzzaman

Nasimuzzaman

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Nasimuzzaman

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

University of Dhaka

  • (B.Sc) Hon's
  • Software Engineering
  • -
প্রশ্ন-উত্তর সমূহ 229.79k বার দেখা হয়েছে | এই মাসে 129.79k বার
4 টি প্রশ্ন দেখা হয়েছে 5.57k বার
174 টি উত্তর দেখা হয়েছে 224.22k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

পাত্রে দুধের পরিমাণ নির্ণয় করুন?

একটি পাত্রে x লিটার দুধ আছে।  পাত্রটি থেকে ২৫ লিটার দুধ নিয়ে বিক্রি করা হল এবং পাত্রে ২৫ লিটার পানি মেশানো হলো।  এই একই কাজ সর্বমোট ৩ বার করা হলো। অর্থাৎ প্রতিবার পাত্রটি থেকে ২৫ লিটার দুধ(প্রথমবার শুধু দুধ, পরেরবার থেকে দুধ ও পানির মিশ্রণ, যেহেতু প্রথমবার বিক্রি করার পর থেকে প্রতিবার পানি মেশানো হয়েছে। ) নেয়া হলো এবং ২৫ লিটার পানি মেশানো হল।  একই কাজ ৩ বার করার পরে দেখা গেল পাত্রের মিশ্রণে দুধের পরিমান ১০৮ লিটার।  শুরুতে পাত্রে দুধের পরিমাণ কত ছিল? বিস্তারিত সমাধান আশা করছি।           0 likes | 3246 views

Teletalk সিম থেকে চাকরীর দরখাস্তের ফি pay করতে পারছিনা। ফোন-SAMSUNG J7 Prime?

আমি টেলিটক সিম Samsung J7 Prime ফোনে ব্যবহার করি। বিভিন্ন সরকারি চাকরীর দরখাস্তের ফি টেলিটক সিম থেকে দিতে হয়। আমি কিছুদিন আগ পর্যন্ত আমার সিম দিয়েই দিতে পারতাম।

যখন SMS এর মাধ্যমে পেমেন্ট করা হয়, তখন SMS পাঠানোর পুর্বে একটা ওয়ার্নিং দেয় যে 

This SMS may cost you. Would you allow?

নিচে সাধারণত তিনটি অপশন দেয়া থাকে। 

''Allow'' ''Don't allow'' ''Never Allow''

তো, আগে সবসময় ''Allow'' সিলেক্ট করতাম।

একদিন দূর্ঘটনাবসত ''Never Allow'' তে চাপ পরে। তার পর থেকে আমি আর আমার সিম এর মাধ্যমে কোন ধরনের পেমেন্ট করতে পারছিনা।

আমি বুঝতেছিনা যে আমার ফোন নাকি সিম এই রেস্ট্রিকশন দিচ্ছে।

আশা করি আপনাদের মাধ্যমে সমাধান পাব।

0 likes | 2690 views

আমি কিভাবে Bissoy এর মাধ্যমে সবাইকে কিছু জানাব?

এই ওয়েবসাইট এ আমরা বিভিন্ন প্রশ্ন করি আর সবাই মিলে প্রশ্নগুলোর উত্তর দেবার চেস্টা করি। এখন, আমি যদি সবাইকে কোন নির্দিষ্ট বিষয়ে কিছু জানাতে চাই, যে বিষয়ে এখনো কেউ কোন প্রশ্ন করেনি, কিভাবে জানাব? যদি এই সুযোগটি না থাকে, Bissoy পরিবারের কাছে অনুরোধ করছি যাতে এই সুযোগটি/ইন্টারফেস তৈরী করা হয়। এর মাধ্যমে আমরা নির্দিষ্ট টপিক/বিষয় এর উপর আলোচনা করতে পারবো। 0 likes | 2809 views

কি করে শিখব প্রোগ্রামিং?

আমি প্রোগ্রামিং শিখতে চাই ।আমি এ সম্পকে কিছু জানিনা ।আমি কিভাবে শুরু করব ।কৈউ সাহায্য করুন প্লিজ 0 likes | 2716 views

(পুরুষ মানুষ) বিনা কারনে ফরজ নামাজ মসজিদে না গিয়ে বাসায় আদায় করলে তা কি সহিহ হবে?

আমি যতটুকু জানি, পুরুষ মানুষের জন্য মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করা ফরজ, বিনা কারনে বাসায়/রুমে ফরজ নামাজ আদায় করা যাবেনা।

আমার এক ছোটভাই বলে যে নামাজ যেখানে ইচ্ছে আদায় করলেই হলো। আমি তাকে যখন বললাম যে বিনা কারনে মসজিদে ছাড়া বাসায় ফরজ নামাজ আদায় করা যাবেনা তখন সে বলে কোরআনের কোথায় এমন বলা আছে ।

এখন আমার প্রশ্ন হলো আমার জানার মধ্যে কি ভুল আছে ? আর যদি না থাকে তাহলে তাকে কোন রেফারেন্স দিয়ে তাকে বুঝাব ? সঠিক মাসালা কোরআন বা সহিহ হাদিস গ্রন্থের দলিল সহকারে জানালে উপকৃত হতাম।

0 likes | 3374 views

একটা প্রশ্নের উত্তর বুঝতে পারছি না কি হবে । প্রশ্নটা হলো 5+5-5/5*5=কত?

ফেসবুকে এইটা পেয়েছিলাম । বলা হয়েছিলো ৯৯% লোকই ভুল উত্তর দিবে । আসলে এই প্রশ্নটার উত্তর আমিও শিওর জানি না । আপনি যদি জানেন তো বললে উপকৃত হই** 0 likes | 3181 views

কম্পিউটারের জন্য ক্রিন রেকর্ড করার মতো কোনো সফ্টওয়ার আছে?

0 likes | 2906 views

কীবোর্ডের "কী" গুলো কোন নিয়মে সাজানো হয়েছে?

0 likes | 2928 views

>, দিনের বেলায় শশুর হয় * রাতের বেলায় ভাশুর হয় * সুইতে গেলে স্বামী হয় * আর ধরতে গেলে পাপ হয় ** জিনিসটা কি \plz ans me.......?

0 likes | 34053 views