এটা কি রোগ?কেন হয়?ভবিষৎতে এই রোগ প্রতিকার ও প্রতিরোধের উপায় কি?সহজলভ্য ভালো কোনো মলম সাজেস্ট করুন...,.!!!
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

পায়ের আঙ্গুলের চিপায় বলতে দুই আঙ্গুলের মাঝ খানের অংশ । ইহার কোন রোগ নয় তবে ইহার  কারণ  খালিপায়ে হাটাহাটি করা (দিনে   স্যান্ডেল  ব্যবহার না করলে)  ভিটামিনের অভাব এর কারনেও ইহা  হয়ে থাকে।   তবে বেশির ভাগ ইহা হয়ে থাকে খালিপায়ে পানি ও কাদা বা বালু মাটিতে হাটাহাটি করলে।   আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে স্যান্ডেল ব্যবহার করতে হবে সব সময় কখনো খালিপায়ে  মাটিতে হাটবেন না ।পা পরিস্কার রাখবেন সব সময়। রাতে  দুই আঙ্গুলের মাঝ খানের অংশে নারকৈল তেল  এর সাথে ক্যানুলা পাউডার লাগাবেন।  15 দিন ই ক্যাপ  ক্যাপসুল খাবেন দুপুরে একটি করে প্রতিদিন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা এক ধরনের চর্ম রোগ। ফাংগাস বা ফাংগাই হল একধরণের  ছত্রাক  যা  পায়ের চিপা যদি ঘাঁমে থাকে বা পায়ের সেই অঙ্গুলের চিপায় যদি পানি ঢুকে তখন এই ফাংগাস আপনার পায়ের আক্রমন করে যার ফলে মাংস পঁচে যার আর উপরের সমস্যা দেখা দেয়।


নিচে আমি এর কিছু সমাধান দিলাম (প্রাথমিক পর্যায়ে)

  • আপনি প্রতিদিন সময় মতো গোসল করুন।
  • উক্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে ফাঙিসন লাগান।
  • ভিজে না থাকার চেষ্টা করুন
কঠিন পর্যায়ে গেলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ