আপনাকে ধন্যবাদ বিস্ময়ে প্রশ্ন করার জন্য। আপনি একাধিক ব্র‍্যান্ডের প্রসাধনী ব্যবহার করবেন না। আর যদি মুখে ব্রন থাকে তবে তার জন্য হারবাল বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন যেমন নিম, কাচা হলুদ ইত্যাদি। যত পারেন কম প্রসাধনী ব্যবহার করবেন আর একটা কথা, আল্লাহ আপনার মুখের যেমন রং দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন। কালো চেহারা ফর্সা চেহারা বিবেচনা করবন না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইয়োকো আন্টি-মার্কস ক্রিমটি(Yoko Anti Marks Cream) বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। প্রাকৃতিক নির্যাস থেকে যা আপনার নিস্তেজ ও নিষ্প্রাণ ত্বকের জীবনীশক্তি পুনরূদ্ধার করে। এই ক্রিমটি আপনার ত্বকের গভীরের কালো দাগ দূর করা নিশ্চিত করে এবং চামড়া বিবর্ণতাকে রক্ষা করে আপনার ত্বককে পরিষ্কার করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ঐ ক্রীম ব্যবহার করা বাদ দিন। ত্বকে এখন কিছুই ব্যবহার করবেন না. ।। অন্য কিছু ব্যাবহার করলেই এখন ত্বক পুরে কালো হয়ে যাবে ।। বেশি বেশি পানি পান করুন।। অনেকে অনেক কিছু ব্যবহার করতে বলবে, সাবধান ভুলেও কিছু করবেন না, মুখে মধু মাখবেন, গোসলের 30 মিনিট আগে, তারপর ঠান্ডাপানি দিয়ে ধুয়ে ফেলবেন ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ