শেয়ার করুন বন্ধুর সাথে

হাঁ পবিত্র অবস্থায় দিনের যে কোন সময় কুরআন তেলাওয়াত করা বৈধ। বরং হাদীসে উক্ত কাজের প্রতি উৎসাহিত করা হয়েছে। এক হাদীসে এসেছে: দুটি বিষয় নিয়ে হিংসা (ঈর্ষা) করা যায়: ১. কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরআন পাঠের সক্ষমতা দান করেছেন, তাই সে রাত দিন কুরআন পাঠ করে।তা দেখে এ হিংসা (ঈর্ষা) করা যায় যে, আমি যদি তার মতো সক্ষম হতাম তাহলে তার মত রাত-দিন কুরআন পাঠ করতাম...। সহীহ বুখারী; হা. নং ৫০২৬, সহীহ মুসলিম; হা. নং ৮১৫

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ