শেয়ার করুন বন্ধুর সাথে

উত্তর: হা করতে পারবেন। 

 

বিস্তারিত উত্তর:

কুরআন শরীফ তথা কুরআনের আয়াত ধরার জন্য ওজু থাকা আবশ্যক। কারণ ইসলামী শরীয়তে অপবিত্র অবস্থায় কুরআন স্পর্ষ করা হারাম। মহান আল্লাহ তাআলার বাণী-

لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

যারা পাক পবিত্র, তারা ব্যতিত অন্য কেউ একে স্পর্শ করবে না। {সূরা ওয়াকিয়া-৭৯}

ইসলামী ফিকহশাস্ত্রে এসেছে-

ويحرم على المحدث ثلاثة اشياء الصلاة، والطواف ومس المصحف الا بغلاف، (طحطاوى على مراقى الفلاح -117، البحر الرائق-1/201



কিন্তু মোবইল এ্যাপের ক্ষেত্রে তা পাওয়া যায় না। কারণ মোবাইলের মূল স্ক্রিনে ভাষা কুরআন ও পাঠকের মাঝে একটি প্লাস্টিক কভারে আন্তরাল থাকে।তাই হাত দিয়ে স্পর্ষ করে পড়া কিংবা হাত দ্বারা স্পর্ষ করা ছাড়া তিলাওয়াত করা কোনাটিতেই কোনরূপ সমস্যা নেই।              


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ