Call

হাদিসে অনেক পাখির নাম এসেছে তন্মধ্যে কয়েকটি পাখির নাম দেওয়া হলোঃ সূনান নাসাঈ হাদিস নম্বরঃ ১৯৫১ এবং সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৪৮৮৫ এখানে আবূ উমায়র! এর নুগায়ের অর্থাৎ চড়ুই পাখির নাম এসেছে। সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৫৩০৮ এখানে পেঁচা পাখির নাম এসেছে। সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৪৩ এখানে তিতির পাখির নাম এসেছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বরঃ ৩২২৪ এখানে হুদহুদ পাখি ও সুরাদ পাখির নাম এসেছে। সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৭৩ এখানে বাজ পাখির নাম এসেছে। এছাড়া সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৪৪ এখানে কবুতর পাখির নাম এসেছে।

Talk Doctor Online in Bissoy App