Call

পবিত্র কুরআনে মোট ছয়টি ফলের নাম আছে। 

  1.  খেজুর।
  2.  যয়তুন।
  3.  ডুমুর।
  4.  আঙ্গুর।
  5. কলা। 
  6. আনার(ডালিম)।


  • খেজুর → তিনিই উদ্যান সমূহ সৃষ্টি করেছে-তাও, যা মাচার উপর তুলে দেয়া হয়, এবং যা মাচার উপর তোলা হয় না এবং খেজুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যেসবের স্বাদবিশিষ্ট এবং যয়তুন ও আনার সৃষ্টি করেছেন-একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন।...(সূরা আনআম, আয়াত নং ১৪১)। 
  • যয়তুন → শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের। (সূরা ত্বীন, আয়াত নং ০১)
  • ডুমুর →  শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের। (সূরা ত্বীন, আয়াত নং ০১)
  • আঙ্গুর→ তোমাদের কেউ পছন্দ করে যে, তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে।....(সূরা বাকারা, আয়াত নং ২৬৬)।


  • কলা → এবং কাঁদি কাঁদি কলায়। (সূরা ওয়াক্বিয়া আয়াত নং ২৯)।
  • ডালিম → তথায় আছে ফল-মূল, খেজুর ও আনার (ডালিম)। (সূরা আর রহমান, আয়াত নং ৬৮)। 
Talk Doctor Online in Bissoy App