সময়

Call

আপনি আপনার এলাকার কাজী অফিসে যোগাযোগ করুন। চাইলে আপনি আদালতের মাধ্যমে ও করতে পারবেন। একজন উকিল এর সাথে যোগাযোগ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলামী শরীয়তে তালাক একটি নিকৃষ্ট হালাল বস্তু। পারত পক্ষে তার ব্যবহার কোনক্রমেই উচিত নয়। তবে একেবারে নিরুপায় হলে তালাকের ব্যবহারের সুযোগ ইসলাম রেখেছে। তবে তা যেন কল্যাণ কামনার জন্যেই হয়। আক্রশ কিংবা অন্যায়ভাবে তালাক প্রদান করা উচিত নয়।প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য আপনার স্ত্রীর তালাক প্রদান করার জন্য ইসলামী শরীয়া মতে স্ট্যাম্প কিংবা কাজীর শরণাপন্ন হওয়া জরুরী না।বরং মুখে নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট নিয়মে বললেই আপনার স্ত্রী তালাক প্রাপ্তা হয়ে যাবে।  তবে রাষ্ট্রীয় নিয়মে এমন সব ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য আপনি স্ট্যাম্প কিংবা কাজীর শরণাপন্ন হতে পারেন।

–সুনানে আবু দাউদ, হা.নং ২১৭৮, সূরা বাকার আয়াত ২২৯-২৩০।

عن ابن عمر : عن النبي صلى الله عليه و سلم قال " أبغض الحلال إلى الله عزوجل الطلاق ".

-সুনানে আবু দাউদ, হা.নং ২১৭৮

الطَّلاَقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلاَ يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُواْ مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلاَّ أَن يَخَافَا أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَإِنْ خِفْتُمْ أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللّهِ فَأُوْلَـئِكَ هُمُ الظَّالِمُونَ

তালাকে-রাজঈ' 'ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।

فَإِن طَلَّقَهَا فَلاَ تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىَ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِن طَلَّقَهَا فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللّهِ وَتِلْكَ حُدُودُ اللّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।   -সূরা বাকার আয়াত ২২৯-২৩০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ