আমি Hajee Mohammad Danesh Science and Technology University(hstu) এর D unit এ ৯০ তম স্থান অর্জন করেছি।  কিন্তু কি subject নিয়ে পরলে future এ ভালো  চাকরি করতে পারব তা বুঝতে পারতেছিনা D unit এ যে subject গুলো আছে- ১.Agricultur & Industrial Engineering 2. Food Processing & Preservation 3. Food Engineering & Technology 4. Food Science & Nutrition 5. Civil Engineering 6. Mechanical Engineering
Share with your friends

সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনারিং। আপনার দেয়া বিষয়গুলোর মধ্যে এরা নাম্বার ওয়ান। এদের ফিউচার জাতীয় এবং আন্তর্জাতিক, সরকারী এবং বেসরকারি সকলক্ষেত্রেই উজ্জ্বল। এগ্রিকালচার অর্থাৎ কৃষিতে চাকরীর পরিসর বেশ কম। বিসিএস ছাড়া এই বিষয় থেকে আমাদের দেশে তেমন কোনো উন্নতি করা যায় না। ফুড সাইন্স এবং নিউট্রিশান পড়লে আপনি একজন পুষ্টিবিদ হতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি খুব ভালো মানে পুষ্টিবিদ না হলে জীবনে আর্থিক সচ্ছলতা থাকবে কিন্তু আহামরি কিছু হবে না।  ফুড প্রসেসিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং এর ওপর ভিত্তি করে চাকরীর সংখ্যা হাতে গোনা। এই বিষয়ে পরে বাস্তবিকভাবে বলতে গেলে কোনো লাভই হয় না। দেখা যায় পরে জীবিকার দায়ে অন্য পেশা গ্রহন করতে হয় কিংবা এমন কোনো চাকরি করতে হয় যা সরাসরি আপনার ডিগ্রীর সাথে সম্পর্কযুক্ত নয়। 

Talk Doctor Online in Bissoy App