শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কিয়ামত (قيامة) অর্থ দাড়ানো, পুনরুত্থান। যেহেতু কিয়ামতের দিন মানুষ স্ব স্ব কবরসমূহ থেকে উঠে দাড়াবে, তাই ঐ দিনকে কিয়ামত বলা হয়। অথবা, ঐদিন মানুষ হিসেবের জন্য উঠবে। এ কারণে কিয়ামতকে "কিয়ামত" নামকরণ করা হয়েছে। যদিও, কিয়ামত বলতে আমাদের মাঝে ভুল অর্থ প্রচলিত রয়েছে। আমরা সাধারণতঃ প্রলয় দিবসকে কিয়ামত বলে বুঝে থাকি। এটা সম্পূর্ণ ভুল ধারনা। কেননা, কিয়ামত অর্থ সম্পূর্ন তার বিপরীত। অর্থাৎ, প্রলয় অর্থ ধ্বংস, আর কিয়ামত অর্থ ধ্বংস  থেকে পুনঃ উঠে আসা৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ