Call

যখন একজন মুসলমান শরীয়তসম্মত কোনো কারণ ছাড়া নামাজ পড়ে না অর্থাৎ নামাজ কাযা করে তখন যে শয়তানের ভাই হয়ে যায়।কিন্তু একজন মুসলমান যখন আল্লাহকে বিশ্বাস করে ও কুরআন,হাদিস মেনে চলে তখন শয়তান তার শত্রু হয়ে যায়।শয়তান তাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করে।কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে তার কাজ চালিয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শয়তানের ভাই বিষয়ে কোরআনে এসেছে, সূরা বনী ইসরাঈল:27 - নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যখন কোনো ব্যাক্তি শুধু শুধু অপচয় করে,তখন সে শয়তানের ভাই হয়ে যায়।কুরআনে আছে, ..নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই.. ।আর নামাজ পডলে আল্লাহ খুশি হন।আর নামাজ না পডলে শয়তান খুশি হয়।সুতরাং যে ব্যাক্তি নামাজ পডে না,সে শয়তানের বন্ধু।আর যে ব্যাক্তি সর্বদা নামাজ পডে,জিকির করে,ইসলামী আইন কানুন মেনে চলে সে হলো আল্লাহর বন্ধু,আর শয়তানের শত্রু।রাসুল (স:)বলেন,মান তরকাস সলাতা মুতাআম্মিদান ফাকদ কাফার।অর্থাৎ যে ব্যাক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো,সে কুফরি করলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ