পাতলা হলে শুক্রানু কমে যায়? ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

বীর্যরস গাঢ় বা পানির মত পাতলা এতে নিষেকের কোন সমস্যা নাই। তবে বীর্যরসে শুক্রানুর পরিমান বেশি হলে বীর্য গাড় হয়। আবার পাতলা হলে কিছুটা কম নির্দেষ করলেও তার মানে কিন্তু এই নয় যে নিষেকের জন্য প্রয়োজনীয় পরিমান নাই। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শুক্রানুর পরিমান ঠিকই আছে কিন্তু ইস্ট্রোজেনের পরিমাম বেশি হওয়ায় তরল দেখাচ্ছে। কাজেই গাড় পাতলা চিন্তার কারন নয়, চিন্তা কারন হস্তমৈথুনের অভ্যাস আছে কিনা তার উপর, যদি থাকে ছেড়ে দিন, গাঢ় হতে শুরু করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ