জিনদের বসবাসের জন্য নির্ধারিত স্থান সমুদ্র৷ কিন্তু তারা তাদের এ সীমানা ত্যাগ করে পৃথিবীর সর্বত্র বিচারণ করে বেড়ায়৷ তারা মানুষের রূপ ধারণ করতে পারে৷ তারা নিজেরা যদি ধরা না দেয় তাহলে তাদেরকে চেনার কোন উপায় নেই৷ তবে তাদের কর্মক্ষমতা দ্বারা তাদেরকে পার্থক্য করা সম্ভব৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিভিন্ন জ্বীন বিভিন্ন জায়গায় থাকে।যে জায়গায় মানুষরা বা অন্য কোনো প্রাণীরা অনেক দিন ধরে বাস করে না অর্থ্যাৎ জনমানবহীন জায়গা,বেশিরভাগ জ্বীন থাকার জন্য সে জায়গাগুলো বেছে নেয়।সে কারণে,সেই জায়গাগুলোতে প্রথম কোনো মানুষ গেলে অদৃশ্য কিছু আছে বলে অনুভূত হয়।

কিছু জ্বীন থাকে মানুষদের ওয়াশরুমে কারণ সেই জায়গা তাদের জন্য প্রিয়।এজন্যই মানুষদের ওয়াশরুমে যাওয়ার দোয়া পড়ে সেখানে যাওয়া উচিত।বনে-জঙ্গলেও এরা বাস করতে পারে।এরা হাওয়ায় ভেসে থাকতে পারে এবং তারা অদৃশ্য হয়ে থাকে।তাই,এদেরকে দেখা সম্ভব নয় যদি না এরা রূপ ধারণ করে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ