শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছিঃ মন্ত্র, তাবিজ ও তাওলা করা শিরক। (আবু দাউদঃ ৩৮৪৩) তাওলা এক প্রকার যাদু, যা দিয়ে বেগানা স্ত্রী-পুরুষের মধ্যে অবৈধ প্রেম সৃষ্টি করা হয়। নিঃসন্দেহে এটি হারাম কাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাঈদ ইবনে যুবাইর রা. এর নিকট কেউ এসে তাবিজ চাইলে তিনি তাকে তাবিজ লিখে দিতেন। -মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: হা. ২৩৫১১।  সুতরাং আপনি তাবীজ করতে চাইলে করতে পারবেন।  তবে এর দ্বারা যাকে তাবীজ করা হবে তার কোনো ক্ষতি হলে বৈধ হবে না।  কারণ অন্যের ক্ষতি করা ইসলামে হারাম।  রাসূল সা. বলেন- প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।  - সহীহ বুখারী: হা. ৯


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ