Jamiar

Call

আমাশয় থেকে মুক্তি পেতে, আপনার বংশ বৃদ্ধিক্ষম বহিঃস্থ জীবাণু দ্বারা আক্রান্তের কারণে এই আমাশয় রোগ সৃষ্টি হয় বলে প্রথমে ঔষধের সহায়তায় যত শীঘ্র সম্ভব দেহকে জীবাণুমুক্ত করা আবশ্যক। সেই সাথে নিয়মিত যৌগিক-ব্যায়াম ও যথাযথ রোগারোগ্যের নিয়ম-কানুন পালন করলে আর আক্রমণ করতে পারে না। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র ঔষধে এ জাতীয় রোগ চিরতরে দূর হয় না। সুযোগ পেলেই এরা দেহে বাসা বেঁধে ফেলে। নিয়মিত ইয়োগা বা যোগ-ব্যায়াম অভ্যাসে রাখলে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে সে সুযোগ আর থাকে না।

আমাশয় রোগীর পথ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। পানীয় হিসেবে লেবুর শরবত, ঘোল বা মাঠা, পাতলা বার্লি, ডাবের পানি, বেলের শরবত ইত্যাদি। খাবার হিসেবে কাঁচকলা, থানকুনি পাতা, কাঁচা পেঁপে ও জিওল মাছের ঝোল দিয়ে নরম ভাত। এছাড়া দুধের ছানা বা ছানা জাতীয় খাবার আমাশয় রোগীর জন্য বিশেষ উপকারী।


একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।

  1. -ধন্যবাদ-
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Dfgfd

Call

আমাশয় হওয়ার কারন: 1/ দূষিত পানি পান করা। 2/ পঁচা, বাসি, খাবার খাওয়া। আমাশয় রোগ থেকে মুক্তি পেতে যা করবেন: 1/ বেশি করে পানি খাবেন। প্রতিদিন 7-8গ্লাস পানি পান করবেন। 2/ প্রতিদিন সকাল-রাতে ওরস্যালাইন খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমাশার যন্ত্রনা কতটা ভয়াবহ যার হয়নি সে বুঝবেনা। আপনি  Ciproploxosin 500, nitertoxin and No Spa 40 খাবেন দুই বেলা করে। আর মশলাজাতীয় খাবার খাবেন না। যতদিন না ভাল হচ্ছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ