আমার বয়স 18 বছর ,গত প্রায় 2 মাস ধরে আমার বুক,কাঁধ,পিঠ সবসময় পিটপিট করে খুব চুলকাচ্ছিল আর তার সাথে সাথে পিঠের ,বুকের (উপরের দিকে যেখানে চুলকাতো),কাঁধের চাপড়া চামড়া খুব শুষ্ক,ফাটাফাটা,বয়স্ক ব্যাক্তির পিঠের চামড়া যেমন ভাজভাজ ও যেমন শুষ্ক মত হয় আজ দেখছি পিঠের চামড়া তেমন মত হয়েছি আমি এর জন্য দুবার হাসপাতাল থেকে এলোপ্যাথি ওষুধ ও মলম (মলম দুটোর নাম-1)CLOTRIMAZOLE CREAM IP, 2)MICONAZOLE CREAM IP 2% W/W)এনেছিলাম,তারপর নিমপাতা,এলোভেরা,ডেলট মাখালাম কিন্তু কিছু হল না আর এরকম এখন হাতেও হচ্ছে , আর মাথা শ্যাম্পু করলে বা মাথা ঝারলে দেখা যায় একটা-দুটো করে চুল পড়তে

আমার সারাদিনের চলার মধ্যে শুধু ত্রুটি হল মাত্রাতিরিক্ত ফোন ব্যবহার করা ।


প্লিজ সঠিক সমাধান দিন আমি কী করব?আমি কী কোন চামড়ায় ডাক্তারের কাছে যাব? আর যদি যাই তাহলে চুলের ব্যাপারটায় কী করব?কী কী করলে আমার সমস্যা গুলো সমাধান হবে? **(আমি বাড়ির একজনের ব্যাপক অসুস্থতা নিয়ে খুব চিন্তায় আছি আর তার উপরে আজ আয়নায় নিজের পিঠ দেখে আরো চিন্তায় পড়লাম সামনে উচ্চমাধ্যমিকের টেস্ট ও ফাইনাল আমার এইসব চিন্তার কারণে আমি পড়ায় ঠিকভাবে মনোযোগ দিতে পারছিনা প্লিজ দ্রুত সঠিক সমাধান দিন আমি পিঠের একটা ছবি দিলাম প্লিজ একটু দেখবেন কী অবস্থা)**


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পিটের সমস্যার জন্য ভালো চর্ম ডাক্তারের কাছে যোগাযোগ করুন।আর চুলের সমস্যার জন্য ই ক্যাপ ক্যাপসুল খান।এক পাতা ৪০ টাকা।এছাড়া ই ক্যাপ ক্যাপসুল টির মাথা দিয়ে সুই দিয়ে ছিদ্র করে ভিতরেরটা বের করে মাথার চুলে ব্যাবহার করুন।এতে ভালো উপকার হবে।উদাহারন হিসেবে আমি নিজে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ