আমার মাথার চুল দিন দিন কমে যাচ্ছে। শ্যাম্পু করলেই অনেক চুল যায়। এক্ষেত্রে আমি এখন কি করতে পারি? আমি কি মাথা কামাব? নাকি না কামিয়ে চুল পরা কমাতে পারব? মাথা টাক হয়ে যাচ্ছে। বয়স ২২ বছর। প্লিজ কেও ভাল পরামরশ দিন।   মাথা কামিয়ে করলে ভাল হবে নাকি না কামিয়ে চুল পড়া রোধ করা যাবে।   আর কি কিি করা লাগবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

আপনার বর্তমান চুলের সাইজ কেমন.??  ছোট/বড় নাকি

মাঝারি..?

যদি আপনার চুল বড় করে রাখার শখ থাকে তাহলে বাদ

দিয়ে ছোট করে রাখতে হবে। বড় চুল হলে চুল তুলনামুলক

ভাবে বেশিই পড়ে। 

আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিচের

ওষুধ সেবন করতে পারেন

এ জন্যে।


image

অকালে চুল পড়লে সেক্ষেত্রে নতুন চুল 


গজাতে সহায়তা করে ও নিম্নক্তো কাজ করে ট্যাবলেট 


টি... 


recur এর কাজ হলো...... 


টাক কার্যকরভাবে প্রতিরোধ করে 

অকালে চুল পড়া রোধ করে

চুল পুনরায় বৃদ্ধি করতে সাহায্য করে

মাথার চুল বৃদ্ধিতে সহায়তা করে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ