মানে চুল ফেলার কদিন পর মাথা চুলে ঢেকে যাবে আবার???  আর মাথায় নতুন চুল উঠলে তার কোন ভালো দিক আছে কি?  যেমন : চুলের গোড়া শক্ত হওয়া, চুল কম পরা, খুঁশকি দুর হওয়া,  চুল ঘন হওয়া ইত্যাদি??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাথার চুল সম্পূর্ন ফেলে দিলে প্রায় ১ মাস লাগবে মাথার চুল পরিপূর্ণ ঢেকে যেতে। আর এর উপকারিতা হলো চূল ঘন হওয়া, চুলে ভিটামিন বৃদ্ধি হওয়া, ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চুলে যত বেশি যত্ন করবেন তত বেশি তাড়াতাড়ি চুল গজাবে।  যেমন - ১/ বেদানার দানা, পাতা এবং খোসা এক সাথে বেটে নিলে দ্রুত চুল গজাবে। আশাকরি বুঝতে পেরেছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

মাথার চুল  পরিপূর্ণ ভাবে উঠতে ১ থেকে দের মাস লাগবে এবং মাথা নেরা করার পর আপনাকে  নেরা মাথায় ই ক্যাপ ক্যাপসুল এর তরল দিতে হবে এবং সাথে নিয়মিত নারকৈল তৈল ব্যবহার করতে হবে সেই সাথে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে তাহলেই আপনার মাথার  চুলের গোড়া শক্ত হবে , চুল কম পরবে এবং খুঁশকি দুর  হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ