এটা একটা বিরোধপূর্ণ বিষয়। কারো কারো মতে সওয়াব হবে, কারো কারো মতে সওয়াব হবে না। যারা হবে না বলেন, তাদের কথা হলো, রেকর্ড করা তিলাওয়াত থেকে যদি কেউ সিজদায়ে তিলাওয়াত শোনে তাহলে সিজদা দেয়া ওয়াজিব নয়। যদি সওয়াব হতো তাহলে তো সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হতো। তবে এটা ঠিক গান বা গুনাহের কিছু শ্রবণ করা থেকে রেকর্ড করা তিলাওয়াত শুনা উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত শুনলে যদি কোনো সাওয়াব না হয়। তাহলে বাস্তবে ঢাক ঢোল পিটিয়ে গান শোনাই শুধু পাপ রেকর্ডকৃত গান মোবাইল বা কোন মাধ্যমে শোনায় কোন পাপ নেই। সেই বড় মানের হুজুরের সামনে গিয়ে গান বাজাবেন যদি তিনি বলেন, বাবা গান শোনা পাপ উত্তরে বলবেন মোবাইল ফোনে শোনা পাপ নয়। উক্ত কথাটি সঠিক কিনা হুজুরের জবাবেই পেয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাইয়া এইটাতে যদি কোন সওয়াবই না হতো তাহলে বড় বড় হুজুরের ওয়াজ অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ড করা কেন ? তাহলে কেন পুরো কুরআন শরীফের প্রত্যেকটি সুরার তেলওয়াত ও অর্থ করে অডিও ফাইল করা আছে ? হ্যা অবশ্যই সওয়াব হবে যদি আপনি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে শোনেন । আসলে এখানে আপনার নিয়ত ই প্রধান । আপনার নিয়ত খারাপ হলে গুনাহ ও হতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ