Habib96

Call

অশ্লীল ভিডিও আছে এমন মোবাইল বন্ধ করে কোন ব্যাক্তি যদি মসজিদে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে৷ এক্ষেত্রে তার কোন গুনাহ হবে না৷ তবে অশ্লিল ভিডিও রাখা ধর্মিও দিক থেকে জঘন্য খারাপ এবং অনেক ক্ষতির কারণ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফোনে অশ্লীল ভিডিও রেখে মোবাইল বন্ধ রেখে যদি মসজিদে নামাজ আদায় করা হয় তাহলে তার গুনাহ হওয়া স্বাভাবিক। তবে এক্ষেত্রে নামাজের কোন ক্ষতি হবেনা। কিন্ত উক্ত কাজের জন্য আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা বা তওবা করতে হবে। অশ্লীল ভিডিও দেখা হারাম তাই এর থেকে নিজেকে হেফাযত করতে হবে। ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন, যার সালাত তাকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে না, তাকে উহা ইসলাম থেকে দূরে সরে দেওয়া ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। (যদিও হাদিসটি যঈফ) পাপ কাজের সম্মুখীন হলে আল্লাহকে স্মরণ করে কেবল তারই ভয়ে পাপ বর্জন করতে হবে। পাপ ঘটে গেলে তাকেই স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ বলেছেন, যারা কোন অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজের প্রতি যুলুম করলে আলাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া অন্য কে পাপ ক্ষমা করতে পারে? এবং তারা যা করে ফেলে, তাতে জেনে-শুনে অটল থাকে না। (আলে ইমরানঃ ১৩৫)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নামাজ ভংগের কারন সমুহ জানুন,  এতে আপনি বিপদে পড়বেন না,, মোবাইলে খারাপ ভিডিও থাকলে নামাজ ভংগ হবে না,, তবে আপনার সওয়াব আখিরাতে মাইনাস করা হবে,, কারিন নামাজের বা অন্য বিষয় থেকে পাওয়া সয়াব আর বিভিন্ন পাপের অজন দেয়ার সময় এই খারাপ্নভিডিও গুলু আপনার আফসোসের কারন হবে,, ক্ষতি কিন্তু আপনারেই,, সামান্ন আনন্দের জন্য কত বড় ক্ষতি করছেন বীকা বল্লেও রাগ করবেন,, যাইহোক নিজেই ভাবুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ