Call

শুধু কাবিন নামা করলেই বিবাহ হয়না। ইহা একটি লিখিত চুক্তি মাত্র। একে নিকাহ নামা বলেও উল্লেখ করা হয়। বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিন নামা অপরিহার্য নয়। কবুল, মহরানা, সাক্ষী ছাড়া বিবাহ হয় না। যেহেতু আপনাদের বিবাহ হয়নি তাই বিবাহের আগেই তালাক দেয়া প্রকৃতপক্ষে কোন তালাক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আদম সন্তান যে সকল জিনিসের মালিক নন সে সকল জিনিসের মানত জায়িয নয়, সে যার মালিক নয় তাকে সে মুক্তি দিতে পারে না এবং তার সাথে যার বিয়ে হয়নি তাকে সে তালাকও দিতে পারে না। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১১৮১) [আইন বিভাগেড় উত্তরে ইসলামিক উত্তর দেওয়ার জন্য দুঃখিত না দিয়ে পারলাম না]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি কাজীর ছেলে। সই স্বাক্ষর না থাকলে সেটি বিয়ে হলো কিভাবে? বিয়েই তো হয় নি তথা কাবিন হয় নি।  নতুন করে বিয়ে কাবিন করতে হবে। তাতে বর কনে ও স্বাক্ষীদের স্বাক্ষর থাকবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুখে তালাকের কথা বললেই ইসলামী আইনে আপনার বউ তালাক হয়ে যাবে ।ঐ বউকে আপনি হিলা ছাড়া আর কাছে ডাকতে পারবেন না ।এটা আপনার জন্য হারাম হবে ,  এই বিষয়ে আপনার সচেতন হওয়া উচিৎ । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ফোনে বিবাহ পড়়লে সেই বিবাহ হবে না৷ আর যে বিবাহটা সংঘটিতই হয়নি, তার আবার কিসের তালাক! এ ধরনের বিবাহ সহীহ হওয়ার জন্য ছেলের পক্ষ থেকে উকিল নিযুক্ত করতে হবে৷ সেই উকিল ছেলের পক্ষ থেকে কবুল বলবে৷ নতুবা বিবাহই হবে না৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আইন অনুযায়ী স্বাক্ষর ও কাগজপত্র ব্যতীত বিবাহও হবে না তালাকও হবে না । উভয় ক্ষেত্রেই কাগজপত্র লাগবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ