Call

স্ত্রী তালাকপ্রাপ্তা হবার তিনমাস দশ আগে বিবাহ যায়েজ নয়। ঐ বিবাহ পূনরায় দিতে হবে।আর যদি সহবাস করে তাহলে যিনা করার গুনাহ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। তালাকের বিষয়টি একমাত্র স্বামীর সাথে সম্পৃক্ত। তবে স্বামী যদি স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের অধিকার দেয় তাহলে সে অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। যেটাকে তালাকে তাফবিজ বলা হয়। সুতরাং স্ত্রী যদি স্বামীর দেয়া অধিকার বলে নিজের উপর তালাক গ্রহণ করে তাহলে অন্যত্র বিবাহের জন্য পূর্ণ এক ইদ্দত তথা তিন ঋতুস্রাব পরিমাণ সময় অপেক্ষা করতে হবে। এর পূর্বে বিবাহ শুদ্ধ হবে না। সুতরাং এর পূর্বে দৈহিক সম্পর্ক হলে পুরোটাই ব্যভিচার হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ