আঙ্গুলের বিশেষ বিশেষ স্থিতিকেই মুদ্রা বলা হয়। এই মুদ্রাগুলিকে পদ্মাসন, সিদ্ধাসন, বজ্রাসন বা সুখাসনে বসে প্রয়োগ করা হয়। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত মুদ্রা প্রয়োগ করা যায়। একেবারে না করে দু-তিন বারেও হস্তমুদ্রা করা যেতে পারে। সূত্র মতে এই মুদ্রাগুলি করবার সাথে সাথে যদি আহার বিহারের উপরেও নজর দেয়া যায় তাহলে শীঘ্রই এর সুফল ভোগ করা যায়। অনেক রকম মুদ্রা থেরাপি প্রচলিত আছে। মুদ্রা থেরাপি নামক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে যতটুকু জানা যায় তাতে হারামের কিছু দেখা যায় না। এখানে যদি বিশ্বাসগত কোনো অসঙ্গতি না থাকে তাহলে হারাম হবে না।

Talk Doctor Online in Bissoy App