আপনি দক্ষিণ কোরিয়া গিয়ে সহজভাবে টাকা ইনকাম করতে পারবেন। সরকারীভাবে দক্ষিণ কোরিয়া যেতে আপনার লাগবে ৮০ হাজার টাকা। সেখানে যেতে পারলে প্রথম মাস থেকেই আপনার বেতন হবে কমপক্ষে ১ লাখ ২০ হাজার টাকার উপরে। কয়েক মাস আগে আমার এক ভাই দক্ষিণ কোরিয়া গিয়েছিলো। প্রথম মাসে সে দেড় লাখ টাকার মতো কামিয়েছে। এখন সে প্রতিমাসে প্রায় ৩ লাখ টাকার মতো কামাচ্ছে। দক্ষিণ কোরিয়া যেতে হলে আপনাকে সে দেশের ভাষা ভালোভাবে শিখতে হবে। ভাষা শিখার পূর্বে পাসপোর্ট করে নিতে হবে। যেকোনো বছরের ফেব্রুয়ারীর ৪ তারিখ আপনাকে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফেব্রুয়ারীর ৬ তারিখ যদি সরকারীভাবে আপনার নাম আসে, তাহলে ভালোভাবে কোরিয়ান ভাষা শিখে আপনাকে ভাষার ওপর একটা পরীক্ষা দিতে হবে। যদি আপনি সেই পরীক্ষায় ১০০ মার্কসের মধ‍্যে কমপক্ষে ৪০ মার্কস পান, তাহলে স্বাস্থ পরীক্ষার পর সরকারীভাবে আপনার কোরিয়া যাওয়া নিশ্চিত।

যোগাযোগ:
১। মান্নান স‍্যার (প্রতিষ্ঠাতা ও পরিচালক): ০১৮৫৮৭৭৮৮৮২ এবং ০১৬৩৯৫৬৯৬১৬
২। মঈন স‍্যার (পরিচালক ও প্রশিক্ষক): ০১৯১২৯৯১০২৯ এবং ০১৬৮০৯৮৪৮৪৪
৩। বৈশাখী কোরিয়ান ল‍্যাঙ্গুয়েজ সেন্টার (হেড অফিস):
হাজী এমএ গফুর স্কয়ার (৩য় তলা), দক্ষিণ পার্শ্বে, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা।
সৌভাগ‍্য আপনার সহায় হোক। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ