আমার বাবা ৫ বছর পর সৌদি তে ৪ মাস হচ্ছে  এশেছে। তার ১ বছর জাবত ডায়েবেতিস হয়েছে। সে এত দিন খুব সুন্দর ভাবে কাজ করেছে কিন্ত আজ ১৫ দিন জাবত তার ঘুম ভাল হই না। এখন গত ৪-৫ দিন জাবত তার সারা দিন ২৪ ঘন্টার মদ্দে ১ ঘন্টা ও ঘুম হই না। এইখানে ডাক্তার ডায়েবেতিস এর তেবলেত পালতেয়ে নতুন করে অন্ন তেবলেত দিসে।এবং ঘুম আসে না দেখে এক জনের থেকে ঘুম এর  Dormicum (midazolam BP) 7.5 mg তেবলেত  ৩ দিন খাই কিন্ত এই তেবলেত খাওয়ার পর ও একেই অবস্থা । তার ডায়েবেতিস , পেসার, সব কিছু ঠিকআছে  কিন্ত তার ঘুম আসে না। সে এক্ত বেশি চিন্তা করে তাই বলে কি সারা দিন র রাতে এক্ত ও ঘুম আসবে না?? আমি এর জন্য ভাল এক্তা পরামর্শ চাই।।।  
শেয়ার করুন বন্ধুর সাথে