image



যদি আপনার দাঁতের

গোড়া বা মাড়ি থেকে রক্ত পড়তে

থাকে তাহলে অবহেলা না করে দ্রুত

ব্যবস্থা নিন। তার আগে জেনে নিন

দাঁতের গোড়া বা মাড়ি থেকে রক্ত

পড়ার কারন ও লক্ষণগুলো কি কি?

কারণ

• মড়ির প্রদাহ জনিত কারণে অথবা

মাড়ি রোগজীবাণু দ্বারা আক্রান্ত

হলে৷

• দাঁতের চারপাশে রোগজীবাণু

দ্বারা আক্রান্ত হলে৷

• ডায়াবেটিস রোগীরা এবং

গর্ভবতী মহিলারা এই রোগে বেশি

আক্রান্ত হয়৷

• ভিটামিন সি এর অভাবে৷

• দাঁতের ঠিকমতো যত্ন না নিলে

লক্ষণ

• সামান্য খাবারের আঘাতে মাড়ি

দিয়ে রক্ত পড়ে৷

• দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়ে৷

• মাড়ি ফুলে যায়

• মাড়ি লাল হয়ে যায়৷

• মুখে গন্ধ হয়৷

চিকিৎসা

• দ্রুত দাঁতের ডাক্তারের সঙ্গে

যোগাযোগ করতে হবে৷

প্রতিরোধ

• রোজ রাতে খাবার পর দাঁত

মাজতে হবে৷

• খাওয়ার পরপরই দাঁত পরিষ্কার করতে

হবে৷

• ভিটামিন সি যুক্ত খাবার খেতে

হবে, যেমন-আমলকি, কমলা লেবু, পাতি

লেবু, পেয়ারা, টমেটো ইত্যাদি৷

• দাঁতের ফাঁক থেকে খাবারের

কণা বের করে ফেলতে হবে৷





ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি স্যানসোডাইন টুথপেস্ট ব্যবহার করুন।দাঁত দিয়ে রক্ত আসা বন্ধ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনি ম্যাডিপ্লাস  টুথপেস্ট ব্যাবহার করুন। সকাল ও রাতে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ