সূরা রুমের ১৭ ও ১৮ নম্বর আয়াতে পাঁচ ওয়াক্ত নামাজের কথা এসেছে। কেউ কেউ বলেন এখানে শুধু ফজর জোহর আসর মাগরিবের কথা এসেছে। আর ঈশার নামাজের কথা সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে এসেছে। 

ইবনে আব্বাস রা. বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের কথা পবিত্র কুরআনে এসেছে। সূরা রুমের ( فسبحان الله حين تمسون ) দ্বারা মাগরিব ঈশা উদ্দেশ্য, ( وحين تصبحون ) দ্বারা ফজর নামাজ উদ্দেশ্য, ( وعشياً ) দ্বারা আসর নামাজ উদ্দেশ্য আর ( وحين تُظهرون )  দ্বারা যোহর নামাজ উদ্দেশ্য। অন্যান্য তাবিয়ী থেকেও এমন ব্যাখ্যা বর্ণিত হয়েছে।

https://islamqa.info/ar/1092

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ