Arman

Call

ঘরোয়া পদ্বতি হলো আলু চিকন করে কেটে চোখের উপর রেখে 1-2 ঘন্টা অপেক্ষা করুন ......কয়েকদিন করলেই সমাধান হবে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রশাব এর সাথে ধাতু ক্ষয় হলে চোখের নিচে কালো দাগ পড়ে। অথবা অন্য কোন ক্ষয় রোগ থাকলেও দাগ পড়ে। ধাতু বাহির হলে বুঝবার উপায়,,,,,,,,,,,,,,,,,,,,,1. প্রশাব করার সময় গায়ে ঝাড়া মারবে বা নড়ানি বা কেপে উঠবে 2. সকালের প্রথম প্রশাব সচ্ছ কাচের বোতলে রেখে পরের দিন তলানি পড়েছে কি না দেখা 3. পায়খানার কোথ দিলে ধাতু পড়া ইত্যাদি উপায়ে ধাতু পড়ে কি না বোঝা যায়। এর কোন একটা পরীলক্ষিত হলে চিকিৎসকের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ