শেয়ার করুন বন্ধুর সাথে
live_khan

Call

ওজোন অক্সিজেনের একটা মৌল। এটি অক্সিজেনের তিনটি পরমানু পরশ্পর ইলেক্ট্রন শেয়ার করে সমযোজি বন্ধন গঠন করে। এই মৌল বাতাসের চেয়ে হালকা তাই বাতাসের উপরে গিয়ে একটা স্তর তৈরি করেছে। এই স্তর আমাদের মহাজাগতিক রশ্মির হাত থেকে বাঁচায়। আর ওজোন ক্ষয় বলতে বোঝায় যদি এ স্তর নষ্ট হয়। কার্বন ডাই অক্সাইড ও সিএফসি গ্যাস বাতাসের চেয়ে হালকা এবং ওজোনোর সাথে বিক্রিয়ার অংশগ্রহন করে ওজোন মৌলকে ভেঙ্গে ১টি অক্সিজেন অনু ও ১ টি অক্সিজেন পরমানু তৈরি করে। এর ফলে ওজোন স্তর ক্ষয় হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ