মুখে গন্ধ যায় না এটা পাইরিয়া রোগ । ভিটামিন বি কমপ্লেক্স ও রিবোসন ট্যাবলেট খাইতে পারেন।আর্সেনিক যুক্ত বা দূষিত পানি পান করলে পাইরিয়া রোগ সারে না।আর্সেনিক যুক্ত বা দূষিত পানি পান করা যাবে না। যদি বিকল্প পানির ব্যবস্থা না থাকে তাহল ঔষধের দোকানে বা সরকারী হাসপাতালে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট পাওয়া যায়। তা সংগ্রহ করে পানি বিশুদ্ধ করে পানি পান করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তার আগে জেনে নিন, আর্সেনিকে আক্রান্তদের ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা দেয় তা হলো : রোগীর গায়ে (যেমন বুকে, পিঠে, পেটে) কালো দাগ দেখা দেয়। চামড়ার রং কালো হয়ে যায় বা ছোট ছোট কালো দাগ হয়। হাত ও পায়ের তালু শক্ত খসখসে হয়ে যায় ও ছোট ছোট শক্ত গুটি দেখা দিতে পারে। পরে কালো কালো দাগ হয়। গায়ের চামড়া মোটা ও খসখসে হয়ে যায়। বমি বমি ভাব এবং বমি হয়; পাতলা পায়খানা হয়। খাওয়া-দাওয়ায় অরুচি, রক্ত আমাশয়, মুখে ঘা ইত্যাদি দেখা দেয়। কখনো কখনো জিহবার উপর ও গায়ের ভিতর কালো হয়ে যেতে পারে। - _______ দ্বিতীয় পর্যায়ের লক্ষণসমূহ : চামড়ার বিভিন্ন জায়গায় সাদা, কালো বা লাল দাগ দেখা দেয়। হাত-পায়ের তালু ফেটে যায় ও শক্ত গুটি ওঠে। হাত-পা ফুলে ওঠে। - - ______ তৃতীয় পর্যায়ের লক্ষণসমূহ: কিডনি, লিভার ও ফুসফুস বড় হয়ে যায় ও টিউমার হয়। হাত ও পায়ে ঘা হয়, পচন ধরে। চামড়া, মূত্রথলি, ফুসফুসে ক্যান্সার হয়। কিডনি ও লিভার অকেজো হয়ে যায়। জন্ডিস হয়। পেটে ও মাথায় ব্যথা হয়। রক্ত বমি হয়। পানি ফুটালে আর্সেনিক যায় না। বরং পানি শুকিয়ে গেলে আর্সেনিকের ঘনত্ব আরো বাড়ে। - তার মানে কী বুঝলেন???? ---- আপনার মুখের দুর্গন্ধের জন্য আর্সেনিক যুক্ত পানি দায়ী নয়!!! আপনার এটা সম্ভবত পাইরিয়া রোগ। আপনি একজন ডেন্টিস্টের পরামর্শ নিন||

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ