MB খরচ কমানোর জন্য আমি সবসময় background data restriction করে চালায়। আজ রাত যখন দুইটা বাজে তখন আমি Data On করি। Data On করার সাথে সাথে Screen এ MB use এর মেসেজ আসলো। পুরাই অবাক হয়ে গেলাম। তাৎক্ষনিক Data off করে দিলাম। তারপর আবার Data on করে সাথে সাথেই off করলাম এত দ্রুত MB কাটলো কিসের জন্য পরিক্ষা করার জন্য। এইবার ও একই রকম হল। সকাল বেলা ঘুম থেকে ওঠে আর একবার পরিক্ষা করলাম দেখলাম এইবার ঠিক আছে, আগের মতই MB কাটছে। আমার প্রশ্ন হল রাত ২ টার সময় Data on করার সাথে সাথে 5/6MB কাটছিল কেন? যত বারই on, off করছি ততবার-ই একই হারে কেটেছে। যেটা সাধারনত শুধু KB কাটে। এটা কিসের জন্য হল?? তাছাড়া আমার মোবাইল এর সকল apps বন্ধ করা ছিল।
Share with your friends

আপনার প্লে স্টোরে হয়ত অটো আপডেট চালু ছিল।

Talk Doctor Online in Bissoy App

ভাইয়া আপনার এমবি কাটার কারণ হতে পারে অটো এপস আপডেট। আগে আপনি অটো এপস আপডেট দেওয়া আছে কিনা সেটা চেক করে নিন।

Talk Doctor Online in Bissoy App
Call

ভাই আমি আপনার মতো সেম সিমস্টেমে চালায় baceground data restriction  করে, আমার এমন ঘটনা ঘটে নি,তবে আমার এক বন্ধুর আপনার মতো সমস্যা হয়ে ছিল background data restriction করে চালাতে চালাতে ইমুতে ফোন আসল,ফেসবুকে মেসেজ ও আসল তারপর এমবি চেক করলাম ১০ এমবি নাই।তারপর ফোন অফ করে অন করে ছিলাম। এখন আর সমস্যা হচ্ছে না।আপনার তো একবার হয়েছে।আমার মনে এটা ফোন অফ করলেই ঠিক হয়ে যায়।আমার বন্ধুর ফোনে আর হয় নি।

Talk Doctor Online in Bissoy App